মহিম নামের (হারানো) পাওয়া শিশুটি দাকোপ থানায় পাওয়া যায়। শিশুটির আনুমানিক বয়স ৭ বছর। গাড়িতে উঠে কিভাবে কেমন করে দাকোপ থানার বাজুয়া বাজারে পৌঁছালে তাকে দাকোপ থানার হেফাজতে আনা হয়। গত বৃহস্পতিবার ১.৩৫ টা হতে বিভিন্ন ভাবে খোঁজ খবর করে এখনো পর্যন্ত শিশুটির অভিভাবকের সন্ধান পাওয়া যাচ্ছে না। শিশুটি যতটুকু বলতে পেরেছে নাম- মহিম, পিতা- কাদের(বাক প্রতিবন্ধী), মাতা- রাবেয়া(অন্যত্র বিবাহ করেছেন), দাদা- আওয়াল, নানা - আলী, গ্রাম - বয়রা(নানীদের বাড়ি) হরিনা, ইউনিয়ন- লক্ষীপুর, থানা-চাদপুর। উপজেলা সমাজসেবা অফিসার যানান যে, উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সিদ্ধান্তের প্রেক্ষিতে শিশুটিকে জেলা প্রবেশন অফিসারের নিকট পাঠানো হয়েছে। জেলা প্রবেশন অফিসার শিশুটির পরিবার খুঁজে পেতে সকলের সহযোগিতা কামনা করেছেন। তিনি শিশুটির সাময়িক বিকল্প পরিচর্যার নিমিত্ত সরকারি শিশু পরিবার (বালক), মহেশ্বরপাশা, খুলনাতে রাখার সিদ্ধান্ত প্রদান করেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS